অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের মরদেহ আগামীকাল সোমবার বিকালে রাঙ্গুনিয়ায় দাফন করা হবে।
প্রয়াতের ভাই মোহাম্মদ সেকান্দর জানান, ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ সড়ক পথে রাঙ্গুনিয়া আনা হচ্ছে। সোমবার দুপুর ২টায় রাঙ্গুনিয়া স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খাঁন স্বপনও বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার বিকালে দ্বিতীয় জানাজা শেষে রাঙ্গুনিয়া উপজেলার রাহাতিয়া দরবার শরীফের দীঘির পাড়ের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















