অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আমান উল্লাহ নামে এক কয়েদি মারা গেছেন। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
অর্থঋণ আদালতের একটি মামলায় গত অক্টোবর মাসে এক বছরের সাজাপ্রাপ্ত হলে আমান উল্লাহকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। রবিবার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগারের জেলার নাশির আহমেদ জানান, আমান উল্লাহর লাশ হাসপাতালে সুরতহাল শেষে ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট তার লাশ হস্তান্তর করা হবে।
আমান উল্লাহ কুমল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের টিটু মিয়ার ছেলে।
আকাশ নিউজ ডেস্ক 























