ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

কারাগারে গৃহকর্মী ফাতেমাকে পেলেন খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখাশুনার জন্য তার সঙ্গে কারাগারে থাকা শুরু করেছেন খালেদার ব্যক্তিগত গৃহপরিচারিকা ফাতেমা।

বুধবার বিকেল থেকে ফাতেমা সেখানে থাকা শুরু করেছেন। যাকে বিএনপি শুরু থেকেই খালেদা জিয়ার সঙ্গে থাকতে দেওয়ার দাবি জানিয়ে আসছিল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড পেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর আলম বলেন, আদালতের নির্দেশে খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত গৃহপরিচারিকাকে থাকতে দেওয়া হয়েছে।

কারা সূত্র জানায়, গত রোববার আদালত খালেদা জিয়াকে ডিভিশন দেওয়ার নির্দেশের সঙ্গে তার ব্যক্তিগত একজন গৃহপরিচারিকাকে সঙ্গে থাকার নির্দেশ দেন। ওইদিনই সেই নির্দেশনা পাওয়ার পর বিষয়টি যাচাই করে বুধবার বিকেল থেকে খালেদা জিয়ার ব্যক্তিগত গৃহপরিচারিকা ফাতেমাকে তার সঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে কারারক্ষীরা তাকে নজরদারী করবে।

কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো রয়েছে। তার সঙ্গে সার্বক্ষণিক একজন নার্স রয়েছে। একজন চিকিৎসকও নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে খালেদা জিয়া নিজেই কারা কর্তৃপক্ষকে বলবেন।

অপর একজন কর্মকর্তা বলেন, জেল কোড অনুযায়ী সাজা পাওয়া কোনো কয়েদির সঙ্গে সাত দিনে একবার দেখা করার সুযোগ পাওয়া যায়। এ সপ্তাহে আর কারও দেখার সুযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

কারাগারে গৃহকর্মী ফাতেমাকে পেলেন খালেদা

আপডেট সময় ০১:০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখাশুনার জন্য তার সঙ্গে কারাগারে থাকা শুরু করেছেন খালেদার ব্যক্তিগত গৃহপরিচারিকা ফাতেমা।

বুধবার বিকেল থেকে ফাতেমা সেখানে থাকা শুরু করেছেন। যাকে বিএনপি শুরু থেকেই খালেদা জিয়ার সঙ্গে থাকতে দেওয়ার দাবি জানিয়ে আসছিল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড পেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর আলম বলেন, আদালতের নির্দেশে খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত গৃহপরিচারিকাকে থাকতে দেওয়া হয়েছে।

কারা সূত্র জানায়, গত রোববার আদালত খালেদা জিয়াকে ডিভিশন দেওয়ার নির্দেশের সঙ্গে তার ব্যক্তিগত একজন গৃহপরিচারিকাকে সঙ্গে থাকার নির্দেশ দেন। ওইদিনই সেই নির্দেশনা পাওয়ার পর বিষয়টি যাচাই করে বুধবার বিকেল থেকে খালেদা জিয়ার ব্যক্তিগত গৃহপরিচারিকা ফাতেমাকে তার সঙ্গে থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে কারারক্ষীরা তাকে নজরদারী করবে।

কারা অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ভালো রয়েছে। তার সঙ্গে সার্বক্ষণিক একজন নার্স রয়েছে। একজন চিকিৎসকও নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে খালেদা জিয়া নিজেই কারা কর্তৃপক্ষকে বলবেন।

অপর একজন কর্মকর্তা বলেন, জেল কোড অনুযায়ী সাজা পাওয়া কোনো কয়েদির সঙ্গে সাত দিনে একবার দেখা করার সুযোগ পাওয়া যায়। এ সপ্তাহে আর কারও দেখার সুযোগ নেই।