ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

খালেদা জিয়ার জনপ্রিয়তা তিন গুণ বৃদ্ধি পেয়েছে

অাকাশ জাতীয় ডেস্ক:

‘সরকার’ তাদের ফরমায়েশি মোতাবেক রায় দেয়ার জন্য দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘এজন্য তারা (সরকার) খালেদা জিয়ার জাজমেন্ট দিতে টালবাহানা দেখাচ্ছে।

তিনি বলেন, আপিলে যাওয়ার জন্য তারা (সরকার) জাজমেন্ট দিচ্ছে না। বরং অন্য জায়গা থেকে মামলা এনে তাকে (খালেদা জিয়া) শ্যোন অ্যারেস্ট (গ্রেফতার) দেখাচ্ছে। এসব মামলার পরও খালেদা জিয়ার জনপ্রিয়তা তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরও বলেন, সকালে পত্রিকা খুলে দেখলাম দেশের ব্যাংকগুলোতে তারল্য (অর্থ) সংকট দেখা দিয়েছে। দেশে অন্যায়ভাবে লুটপাট চলছে। দেশের সব টাকা বিদেশে পাচার করা হচ্ছে। একদিকে এভাবে যখন লুটপাট চলছে ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। এসব কারণে দেশ একটি খারাপ অবস্থার মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আন্দোলন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে (খালেদা জিয়া) বের করে আনব। তাকে বের করে না আনা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রতীকী অনশনের ঘোষণা দেয়া হয়। পরে সুপ্রিমকোর্ট অঙ্গনে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

খালেদা জিয়ার জনপ্রিয়তা তিন গুণ বৃদ্ধি পেয়েছে

আপডেট সময় ১০:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

‘সরকার’ তাদের ফরমায়েশি মোতাবেক রায় দেয়ার জন্য দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে মন্তব্য করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘এজন্য তারা (সরকার) খালেদা জিয়ার জাজমেন্ট দিতে টালবাহানা দেখাচ্ছে।

তিনি বলেন, আপিলে যাওয়ার জন্য তারা (সরকার) জাজমেন্ট দিচ্ছে না। বরং অন্য জায়গা থেকে মামলা এনে তাকে (খালেদা জিয়া) শ্যোন অ্যারেস্ট (গ্রেফতার) দেখাচ্ছে। এসব মামলার পরও খালেদা জিয়ার জনপ্রিয়তা তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরও বলেন, সকালে পত্রিকা খুলে দেখলাম দেশের ব্যাংকগুলোতে তারল্য (অর্থ) সংকট দেখা দিয়েছে। দেশে অন্যায়ভাবে লুটপাট চলছে। দেশের সব টাকা বিদেশে পাচার করা হচ্ছে। একদিকে এভাবে যখন লুটপাট চলছে ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। এসব কারণে দেশ একটি খারাপ অবস্থার মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমরা আন্দোলন ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে (খালেদা জিয়া) বের করে আনব। তাকে বের করে না আনা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রতীকী অনশনের ঘোষণা দেয়া হয়। পরে সুপ্রিমকোর্ট অঙ্গনে বিক্ষোভ মিছিল বের করেন তারা।