অাকাশ জাতীয় ডেস্ক:
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার বিষয় নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে বিএনপি।
মঙ্গলবার গুলশান কার্যালয়ে বিকাল ৪টা ১০ মিনিটে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূত ও ১৪টি দেশের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
বিএনপির সিনিয়র নেতারা কূটনীতিকদের ব্রিফ করছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দৈনিক আকাশকে এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের পরপর তাকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।
আকাশ নিউজ ডেস্ক 




















