অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গত বছরের শেষেই ডোকা লা সীমান্তে ভারত ও চীনের সেনার মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। চীনকে চাপে রাখতে সুড়ঙ্গ তৈরির পরিকল্পনায় নতুন করে প্রতিরক্ষা খাতে বাজেট ঠিক করেছে ভারত সরকার।
ভারত সীমান্ত দিয়ে পাকিস্তানের সাহায্য চীন একটি বিশেষ করিডরও তৈরি করছে। এর ফলে স্বাভাবিক ভাবেই চাপে ছিল ভারত। কিন্তু সেই চাপ কাটিয়েই এবার নতুন করে অরুণাচল সীমান্তে সুড়ঙ্গ তৈরি করার কথা ভেবেছে ভারত।
বাজেট ঘোষণার সময়ই অরুণ জেটলি সেই ঘোষণাই করলেন। জানিয়ে দিলেন সেলা পাসের নীচ দিয়ে প্রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গ তৈরি করা হবে। যে পথ দিয়ে দীর্ঘ পথ অনেক সহজে অতিক্রম করতে পারবে সেনা।
যদিও, ডোকা লা সীমন্তে ঝামেলা হওয়ার পরেই দু’দেশের প্রশাসনের মধ্যে একাধিক আলোচনা হয়েছে। বরফও কিছুটা গলেছে। এখন অরুণাচল সীমন্তে আর চাপা উত্তেজনা নেই। কিন্তু তবুও ভারত চীনের সীমান্ত নিয়ে আগে থেকেও প্রস্তুত থাকতে চাইছে ভারত।
আকাশ নিউজ ডেস্ক 



















