অাকাশ জাতীয় ডেস্ক:
‘মীরজাফর আর জিয়ার ভূমিকায় কোন তফাৎ নেই’ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। শনিবার বিকালে শেরপুরের নালিতাবাড়ী নিচপাড়া গ্রামে বেগম রওশন-ডা. আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘জনগণ নৌকাতে ভোট দিয়েছিল বলেই বাংলাদেশ হয়েছিল। মীরজাফর আলীকে রাখা হয়েছিল, বাংলার বিহার উরিষ্যার অধিপতিকে আর এই সীমানা রক্ষা করার জন্য। ইস্টইন্ডিয়া কোম্পানির সৈন্যদের কাছে হার মানার জন্য তো তাকে রাখা হয়নি। যুদ্ধ করে শহীদ হবে নইলে গাজী। মীরজাফরের ভূমিকা আর জিয়াউর রহমানের ভূমিকায় তো কোন তফাৎ দেখি না।’
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে গণশিক্ষামন্ত্রী আরও বলেন, ‘এরাই পঁচাত্তরের পর যখন ‘হা’ ‘না’ এর ভোট হয়েছে- তখন বলেছে, যদি ‘না’-তে ভোট দেন, তবে সব ধরা পড়ে যাবে, গোলমাল হবে। আবার যখন ভোট এসেছে, বলেছে নৌকাতে ভোট দিলে গোলমাল লাগবে।’
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘নিচুতার সঙ্গে কোন প্রতিযোগিতা হবে না, প্রতিযোগিতা যদি হয় উচ্চতা এবং উদারতার সঙ্গে হবে। নিচের দিকে তাকাব না। নিচের দিকে তাকায় কাক, আর পাখি উপরের দিকে ডানা মেলে আকাশে উড়ে।’
বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউয়িন (বিএফইউজের) একাংশের সভাপতি মুঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, পরিচালক (প্রশাসন) সাবের হোসেন, শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীদ্বয়কে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে মঞ্চে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি অতিথিদের চাদর উপহার দেন সাংবাদিক নেতা মুঞ্জুরুল আহসান বুলবুল। এসময় শিক্ষার্থীদের মাঝেও পোশাক, প্রসাধনী ও পড়াশোনার সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম উপহার দেয়া হয়।
এর আগে মন্ত্রীদ্বয় নবনির্মিত বিদ্যালয় ভবনের নামফলক উন্মোচন এবং বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















