অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় নির্বাহী কমিটির বৈঠক যেন সফল না হয়, সে জন্য সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, শুক্রবার দলের জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ও নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবসহ নেতাদের গ্রেফতার করা হয়েছে। এভাবে নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা নয়াপল্টনের কার্যালয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে এসে গ্রেফতার হয়েছেন, বাসা থেকেও নেতাদের গ্রেফতার করা হচ্ছে।
রিজভী বলেন, এদের গ্রেফতার করার একটি কারণ- যেন নির্বাহী কমিটির বৈঠকটি সাফল্যমণ্ডিত না হয়, সার্থক না হয়, এটাই সরকারের উদ্দেশ্য। গত চার দিনে বিএনপির অন্তত ২৭৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় ৮ ফেব্রুয়ারি রায়ের দিন ঠিক হওয়ার পর খালেদা জিয়া বিএনপির বর্তমান জাতীয় কমিটির প্রথম সভা ডাকেন।
বিএনপি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশনে সিটিতে এই সভা করতে চাইলেও তারা অনুমতি দেওয়ার পর তা বাতিল করে। তাতে সরকারের হাত রয়েছে বলে বিএনপির দাবি।
শনিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানে হবে। সকাল ১০টা থেকে এই সভা শুরু হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করবেন।
আকাশ নিউজ ডেস্ক 



















