ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

অনুপ্রবেশ না, পূর্ব পরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে বিএনপির নেতা-কর্মীদের হামলা দলের শীর্ষ নেতাদের মস্তিস্কপ্রসূত বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। অনুপ্রবেশকারীরা হামলা করেছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবির বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা অনুপ্রবেশ নয়, এটা পূর্ব পরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা। এ হামলার মাস্টারমাইন্ড হচ্ছে বিএনপির নেতৃত্ব, তাঁরাই এ হামলা করিয়েছে।’

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রংপুর অঞ্চলে ১৯টি এবং রাজশাহী অঞ্চল ১৬টি সেতু নির্মাণে চুক্তি সই শেষে সাংবাদিকদের এ কথা বলেন কাদের।

গত ৩০ জানুয়ারি বেগম খালেদা জিয়া আদালত থেকে ফেরার পর হাইকোর্ট এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আটক দুই নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের প্রিজন ভ্যানে হামলা করে নেতা-কর্মীরা। ভ্যানের দরজা ভেঙে তিন জনকে ছিনিয়ে নেয়ার পাশাপাশি পুলিশের অস্ত্রও ভেঙে ফেলে তারা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে দেয়া দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেতা-কর্মীদের প্রতিরোধ হিসেবে আখ্যা দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে পরদিন এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ওই ভ্যানে যারা হামলা করেছে তাদেরকে তারা চিনতে পারছেন না। অনুপ্রবেশকারীরা এই হামলায় জড়িত।

এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ হামলার ফুটেজ কিন্তু মুছে যায়নি। এ হামলা কীভাবে হয়েছে তা দিবালোকের মত পরিষ্কার। কোনো অনুপ্রবেশকারী নয়। হামলার মাস্টারমাইন্ড বিএনপির শীর্ষ নেতারা।’

ওই ঘটনার পর পুলিশের অভিযানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যসহ শতাধিক নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছে বিএনপি। আর এই অভিযানেরও সমালোচনা করছে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেদিন হাইকোর্টের সামনে যে ধরনের হামলা হয়েছে, তাতে যারা জড়িত তাদের গ্রেপ্তার না করে কী করব? কারা কারা ওখানে ছিল, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। এখানে বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য গ্রেপ্তার হয়নি।’

‘এ হামলায় পুলিশকে দোষ দিতে পারবে না, কারণ হামলার উস্কানি তারাই (বিএনপি) দিয়েছে, তাঁরাই ঘটনা সাজিয়েছে এবং প্রকাশ্য ঘটিয়েছে।’

‘আমরা কি মানুষের জানমাল রক্ষায় এ ধরনের ঘটনায় বিনা বিচারে ঝুঁকির মুখে ফেলে দেব? এ ধরনের ঘটনাকে আস্কারা দিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনার পুনুরাবৃত্তি ঘটবে এবং সেই কারণে সরকার এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।’

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে কি না- এমন প্রশ্নে কাদের বলেন, ‘আমাদের কোন কর্মসূচির প্রয়োজন নেই। আমাদের পক্ষ থেকে উস্কানিমূলক কিছুই হবে না। আমরা সরকারে আছি, দেশের শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার দায় আছে আমাদের। আমরা সতর্ক থাকব, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, উস্কানিমূলক নাশকতা জাতীয় কিছু করা হয় এবং সহিংসতা দেখা যায়, তাহলে জনগণকে সাথে রেখে উদ্ভূত পরিস্থিতি সমুচিত জবাব দেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

অনুপ্রবেশ না, পূর্ব পরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা: কাদের

আপডেট সময় ০২:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

হাইকোর্টের সামনে পুলিশের প্রিজন ভ্যানে বিএনপির নেতা-কর্মীদের হামলা দলের শীর্ষ নেতাদের মস্তিস্কপ্রসূত বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। অনুপ্রবেশকারীরা হামলা করেছে-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন দাবির বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা অনুপ্রবেশ নয়, এটা পূর্ব পরিকল্পিত জঙ্গি স্টাইলে হামলা। এ হামলার মাস্টারমাইন্ড হচ্ছে বিএনপির নেতৃত্ব, তাঁরাই এ হামলা করিয়েছে।’

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে রংপুর অঞ্চলে ১৯টি এবং রাজশাহী অঞ্চল ১৬টি সেতু নির্মাণে চুক্তি সই শেষে সাংবাদিকদের এ কথা বলেন কাদের।

গত ৩০ জানুয়ারি বেগম খালেদা জিয়া আদালত থেকে ফেরার পর হাইকোর্ট এলাকায় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আটক দুই নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের প্রিজন ভ্যানে হামলা করে নেতা-কর্মীরা। ভ্যানের দরজা ভেঙে তিন জনকে ছিনিয়ে নেয়ার পাশাপাশি পুলিশের অস্ত্রও ভেঙে ফেলে তারা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে দেয়া দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেতা-কর্মীদের প্রতিরোধ হিসেবে আখ্যা দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে পরদিন এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, ওই ভ্যানে যারা হামলা করেছে তাদেরকে তারা চিনতে পারছেন না। অনুপ্রবেশকারীরা এই হামলায় জড়িত।

এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ হামলার ফুটেজ কিন্তু মুছে যায়নি। এ হামলা কীভাবে হয়েছে তা দিবালোকের মত পরিষ্কার। কোনো অনুপ্রবেশকারী নয়। হামলার মাস্টারমাইন্ড বিএনপির শীর্ষ নেতারা।’

ওই ঘটনার পর পুলিশের অভিযানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যসহ শতাধিক নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছে বিএনপি। আর এই অভিযানেরও সমালোচনা করছে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সেদিন হাইকোর্টের সামনে যে ধরনের হামলা হয়েছে, তাতে যারা জড়িত তাদের গ্রেপ্তার না করে কী করব? কারা কারা ওখানে ছিল, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। এখানে বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার জন্য গ্রেপ্তার হয়নি।’

‘এ হামলায় পুলিশকে দোষ দিতে পারবে না, কারণ হামলার উস্কানি তারাই (বিএনপি) দিয়েছে, তাঁরাই ঘটনা সাজিয়েছে এবং প্রকাশ্য ঘটিয়েছে।’

‘আমরা কি মানুষের জানমাল রক্ষায় এ ধরনের ঘটনায় বিনা বিচারে ঝুঁকির মুখে ফেলে দেব? এ ধরনের ঘটনাকে আস্কারা দিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনার পুনুরাবৃত্তি ঘটবে এবং সেই কারণে সরকার এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না।’

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের দিন আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেবে কি না- এমন প্রশ্নে কাদের বলেন, ‘আমাদের কোন কর্মসূচির প্রয়োজন নেই। আমাদের পক্ষ থেকে উস্কানিমূলক কিছুই হবে না। আমরা সরকারে আছি, দেশের শান্তি-স্থিতিশীলতা বজায় রাখার দায় আছে আমাদের। আমরা সতর্ক থাকব, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, উস্কানিমূলক নাশকতা জাতীয় কিছু করা হয় এবং সহিংসতা দেখা যায়, তাহলে জনগণকে সাথে রেখে উদ্ভূত পরিস্থিতি সমুচিত জবাব দেয়া হবে।’