ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

বিএনপির অবরোধে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বিচার পাননি: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার পর বিএনপির টানা ৯৪ দিন অবরোধের সময় পেট্রোলবোমায় আহত-নিহত শ্রমিকরা এখনো ন্যায্য বিচার পায়নি বলে অভিযোগ করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এ অভিযোগ করেন মন্ত্রী।

শ্রমিক সংগঠনের শাজাহান বলেন, ‘ওই সময় সরকারকে উৎখাত করার নামে বিএনপি-জামাত জোট যেভাবে জ্বালাও-পোড়াও করেছে, সাধারণ মানুষ ও খেটে খাওয়া শ্রমিকদের ওপর হামলা করেছিল, আমরা সেই সময়ের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের কাছে ন্যায্য বিচার দাবি করছি।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি আবার বিএনপি-জামায়াতের নেতৃত্বে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখছেন নৌমন্ত্রী। তবে তিনি বলেন, ‘তখন আমরা মাঠে ছিলাম, এখনো আছি। যারা মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যা করেছে এখন তারা এক হয়েছে। দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে চাইলে কঠোর হাতে তা দমন করা হবে।’

রায়ের দিন বিএনপির পক্ষ থেকে যদি কোনো ধরনের অপ্রীতিকর পদক্ষেপ নেয়া হয় তাহলে তার পাল্টা জবাব দিতে সরকার প্রস্তুত বলে হুঁশিয়ার করে শাজাহান খান বলেন, ‘২০১৪ সালে আপনারা (বিএনপি) শেখ হাসিনাকে উৎখাত করতে চেয়েছিলেন, পারেননি। আজও পারবেন না। যেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে সেখানেই প্রতিহত করা হবে।’

নৌমন্ত্রী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে বিএনপি-জামাত জোট সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। ‘৮ ফেব্রুয়ারি দুর্নীতির বিচার হবে। ২০১৪ সালে টানা ৯৪ দিন অবরোধের সময় আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে শ্রমিকদের হত্যা করা হয়েছিল। আমরা সেগুলোর বিচার এখনো পাইনি।’ ওই সময়ের ঘটনাগুলোয় দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন সরকারদলীয় মন্ত্রী ও শ্রমিক সংগঠনের এই নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

বিএনপির অবরোধে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা বিচার পাননি: নৌমন্ত্রী

আপডেট সময় ০৮:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করার পর বিএনপির টানা ৯৪ দিন অবরোধের সময় পেট্রোলবোমায় আহত-নিহত শ্রমিকরা এখনো ন্যায্য বিচার পায়নি বলে অভিযোগ করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এ অভিযোগ করেন মন্ত্রী।

শ্রমিক সংগঠনের শাজাহান বলেন, ‘ওই সময় সরকারকে উৎখাত করার নামে বিএনপি-জামাত জোট যেভাবে জ্বালাও-পোড়াও করেছে, সাধারণ মানুষ ও খেটে খাওয়া শ্রমিকদের ওপর হামলা করেছিল, আমরা সেই সময়ের দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের কাছে ন্যায্য বিচার দাবি করছি।’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি আবার বিএনপি-জামায়াতের নেতৃত্বে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখছেন নৌমন্ত্রী। তবে তিনি বলেন, ‘তখন আমরা মাঠে ছিলাম, এখনো আছি। যারা মুক্তিযুদ্ধের সময় মানুষ হত্যা করেছে এখন তারা এক হয়েছে। দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে চাইলে কঠোর হাতে তা দমন করা হবে।’

রায়ের দিন বিএনপির পক্ষ থেকে যদি কোনো ধরনের অপ্রীতিকর পদক্ষেপ নেয়া হয় তাহলে তার পাল্টা জবাব দিতে সরকার প্রস্তুত বলে হুঁশিয়ার করে শাজাহান খান বলেন, ‘২০১৪ সালে আপনারা (বিএনপি) শেখ হাসিনাকে উৎখাত করতে চেয়েছিলেন, পারেননি। আজও পারবেন না। যেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে সেখানেই প্রতিহত করা হবে।’

নৌমন্ত্রী অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করে বিএনপি-জামাত জোট সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। ‘৮ ফেব্রুয়ারি দুর্নীতির বিচার হবে। ২০১৪ সালে টানা ৯৪ দিন অবরোধের সময় আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে শ্রমিকদের হত্যা করা হয়েছিল। আমরা সেগুলোর বিচার এখনো পাইনি।’ ওই সময়ের ঘটনাগুলোয় দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন সরকারদলীয় মন্ত্রী ও শ্রমিক সংগঠনের এই নেতা।