অাকাশ জাতীয় ডেস্ক:
পুলিশের গাড়িতে হামলার ঘটনা ও বিভিন্ন মামলার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বিকালে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে গয়েশ্বরকে আদালতে নিয়ে যাওয়া হয়।
এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষ করে গাড়িতে পুরান ঢাকার বাসায় ফেরার পথে বিএনপি নেতা গয়েশ্বরকে রাজধানীর হাতিরঝিল এলাকার পুলিশ প্লাজার সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে আটক করে গোয়েন্দা পুলিশ।
রমনা থানায় দায়ের করা একটি মামলায় গয়েশ্বর ও অমিতকে গ্রেফতার দেখানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















