অাকাশ জাতীয় ডেস্ক:
২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর জনগণ হতে দেবে না বলে জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ক্ষমতাসীনরা আবার এই চেষ্টা করছে বটে, কিন্তু সেটি সফল হবে না।
রবিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। গাজীপুর বিএনপির কর্মিসভা থেকে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ এনে এ বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি বর্জন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায়। এবারও বিএনপির সেই দাবি মানা হবে না বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে ৮ ফেব্রুয়ারি।
বিএনপির অভিযোগ, এই মামলায় সাজা দিয়ে সরকার আরও একবার একতরফা নির্বাচন করতে চায়। আবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সতর্ক করে দিয়েছেন যে, আগামী নির্বাচনে বিএনপি না আসলেও অন্য অনেক দল আসবে এবং ভোট হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ফখরুল বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মতো বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে বর্তমান শাসকগোষ্ঠী আবারো রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়। কিন্তু ভয়াবহ দুঃশাসন বজায় রেখে, ভয় দেখিয়ে এদেশে আর প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না জনগণ।’
‘২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার মাধ্যমে শাসন ক্ষমতায় এসে বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আবারও রাষ্ট্রক্ষমতা দখল করার যে পাঁয়তারা ও অপকৌশল অবলম্বন করছে তা রুখে দিতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ, ঐক্যবদ্ধ।’
ফখরুল বলেন, ‘আজ (রবিবার) গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শান্তিপূর্ণ কর্মীসভায় সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী অতর্কিত হামলা চালিয়ে প্রায় ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ৩০ জনের অধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় প্রমাণিত হয় যে সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর অস্তিত্ব ধ্বংস করে দিতে চায় ‘
‘সারা দেশে বেআইনি ও অনৈতিকভাবে সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপক হারে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। গাজীপুরে আজকের ঘটনা সেটিরই ধারাবাহিকতা।’ গাজীপুর বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান ফখরুল।
আকাশ নিউজ ডেস্ক 



















