অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
আফগানিস্তানে চার মাসের এক শিশুকে মানববোমা হিসেবে ব্যবহারের চেষ্টার অভিযোগ উঠেছে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে। রাজধানী কাবুলে শিশুটিকে দিয়ে বিস্ফোরণ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এ সময় গ্রেফতার করা হয়েছে চার জঙ্গি ও এক নারীকে।
তারা শিশুদের বহন করার একটি বাক্সের মধ্যে নিচে বোমা ও ওপরে শিশুটিকে রেখে বিস্ফোরণের চেষ্টা করেছিল। কিন্তু তারা নির্ধারিত জায়গায় পৌঁছানোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। বিস্ফোরণ হলে শিশুটিই সবার আগে ছিন্নভিন্ন হয়ে যেত।
আফগানিস্তানের মানবাধিকার রক্ষা কমিটির সহকারী প্রধান সোয়িতা আবুল রাহিজাই বলেন, ‘এ ধরনের ঘটনা কল্পনা করলেও শিউরে উঠতে হয়। চার মাসের শিশুকে দিয়ে যে কেউ মানববোমা বানাতে পারে, সেটি কল্পনারও অতীত। তবে আমাদের নিরাপত্তাকর্মীরা সতর্ক ছিলেন বলে শুধু যে বিস্ফোরণ এড়ানো গেছে তাই নয়, শিশুটির প্রাণও বাঁচানো গেছে।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদীরা শিশুদেরও সৈন্য হিসেবে ব্যবহার করছে। শিক্ষার প্রসার না ঘটালে তাদের ফিরিয়ে আনা অসম্ভব।’
আকাশ নিউজ ডেস্ক 



















