ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে হাসিনার পরিণতি হবে, হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর পে-স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার : জ্বালানি উপদেষ্টা বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, এই জামিন দিয়ে কী হবে: সাদ্দামের মা কারাবন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

বিএনপি এখন ভিন্ন সুরে কথা বলার চেষ্টা করছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি)। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনে বিএনপিরও প্রতিনিধি রয়েছে। ইসি’র নিরপেক্ষতার স্বীকৃতি তো তারা (বিএনপি) আগেই দিয়েছে।

কাদের আরো বলেন, তারা (বিএনপি) ইসি’র প্রতি আগেই তাদের আস্থার কথা জানিয়েছে। আর এখন তারা ভিন্ন কথা বলছে। ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময় বিআরটিএ’র চেয়ারম্যান মশিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে সরকার যেভাবে দায়িত্ব পালন করে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যরা যে ভূমিকা পালন করে আমাদের দেশেও সেই ভূমিকা পালন করবে।

তিনি বলেন, এ সময় সরকার শুধুমাত্র তার রুটিন ওয়ার্ক করবে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন সংক্রান্ত কোন ক্ষমতাই সরকারের কাছে থাকবে না। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার দায়সারা পালন করে থাকে। এ সরকার কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না।

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সহায়ক সরকারের রূপরেখা সম্পর্কে জানতে চাইলে সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপির নেতারাই জানেন না, আসলে তারা কোন ধরনের নির্বাচনকালীন সরকার চান। তিনি বলেন, তারা কখনো নির্বাচন সহায়ক সরকার, আবার কখনো নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেন। এ তিনটির মধ্যে তারা কোন ধরনের সরকার চান তা তারা পরিষ্কার করতে পারেন নি।

কাদের আরো বলেন, বিএনপির স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা চেয়েছে। প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী নির্বাচনকালে সরকার প্রধান থাকবেন। তিনি কিভাবে এ সরকারের রূপরেখা দেবেন?

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তারা তৃতীয় হয়েছে। এটাও কি নির্বাচন কমিশনের দোষ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পদ নিয়ে দলের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রায় ৩০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এসকল উপ-কমিটিতে শুধু সদস্য পদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে বাছাই করে ৯৫ জনকে সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত করা হবে।

তিনি বলেন, আগামী তিনমাসের মধ্যে সহ-সম্পাদকের পদ চুড়ান্ত করা হবে। কোন বিতর্কিত ব্যক্তি, অনুপ্রবেশকারী দলে ঢুকে যাতে নির্বাচনকে বিতর্কিত করতে না পারে সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক পদ চুড়ান্তই করা হয় নি। আর সে পদ কিভাবে স্থগিত করা হলো বলে গণমাধ্যম প্রচার করলো তা আমার বোধগম্য নয়। তবে কোন দলীয় নেতা-কর্মী তার হতাশার কথা আমাকে জানাতেই পারে। এতে দোষের কিছু নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবারের অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা দোষী হলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে যারা উপাচার্যের কার্যালয়ে তালা ভেঙ্গে প্রবেশ করেছে তাদেরও বিচার হওয়া উচিত।

টেলিভিশনে প্রকাশিত পূর্ণাঙ্গ ভিডিও ফুটেজ প্রকাশের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে কাদের আরো বলেন, জোর-পূর্বক বেশ কয়েকটি তালা ভেঙ্গে উপাচার্যের কার্যালয়ে ঢোকা কোন গণতান্ত্রিক আন্দোলন নয়।

ভ্রাম্যমান আদালতের কার্যক্রম সম্পর্কে সেতুমন্ত্রী কাদের বলেন, বিআরটিএ’র চারটি ভ্রাম্যমান আদালত কাজ করছে। আজ মূলত অনুনোমোদিত ও ফিটনেস বিহীন গাড়ী, সিএনজির মিটার ব্যবহার এবং মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের বিষয়টি দেখা হচ্ছে।

তিনি বলেন, আজ সকাল থেকে বিআরটিএ’র চারটি ভ্রাম্যমান আদালত কাজ করছে। এ পর্যন্ত ২৬ টি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে ৫০ হাজার টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি

বিএনপি এখন ভিন্ন সুরে কথা বলার চেষ্টা করছে: কাদের

আপডেট সময় ১১:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি)। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনে বিএনপিরও প্রতিনিধি রয়েছে। ইসি’র নিরপেক্ষতার স্বীকৃতি তো তারা (বিএনপি) আগেই দিয়েছে।

কাদের আরো বলেন, তারা (বিএনপি) ইসি’র প্রতি আগেই তাদের আস্থার কথা জানিয়েছে। আর এখন তারা ভিন্ন কথা বলছে। ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এসময় বিআরটিএ’র চেয়ারম্যান মশিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশে সরকার যেভাবে দায়িত্ব পালন করে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যরা যে ভূমিকা পালন করে আমাদের দেশেও সেই ভূমিকা পালন করবে।

তিনি বলেন, এ সময় সরকার শুধুমাত্র তার রুটিন ওয়ার্ক করবে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন সংক্রান্ত কোন ক্ষমতাই সরকারের কাছে থাকবে না। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার দায়সারা পালন করে থাকে। এ সরকার কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না।

নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সহায়ক সরকারের রূপরেখা সম্পর্কে জানতে চাইলে সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপির নেতারাই জানেন না, আসলে তারা কোন ধরনের নির্বাচনকালীন সরকার চান। তিনি বলেন, তারা কখনো নির্বাচন সহায়ক সরকার, আবার কখনো নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেন। এ তিনটির মধ্যে তারা কোন ধরনের সরকার চান তা তারা পরিষ্কার করতে পারেন নি।

কাদের আরো বলেন, বিএনপির স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নির্বাচনকালীন সরকারের রূপরেখা চেয়েছে। প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী নির্বাচনকালে সরকার প্রধান থাকবেন। তিনি কিভাবে এ সরকারের রূপরেখা দেবেন?

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তারা তৃতীয় হয়েছে। এটাও কি নির্বাচন কমিশনের দোষ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক পদ নিয়ে দলের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রায় ৩০টি উপ-কমিটি গঠন করা হয়েছে। এসকল উপ-কমিটিতে শুধু সদস্য পদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে বাছাই করে ৯৫ জনকে সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত করা হবে।

তিনি বলেন, আগামী তিনমাসের মধ্যে সহ-সম্পাদকের পদ চুড়ান্ত করা হবে। কোন বিতর্কিত ব্যক্তি, অনুপ্রবেশকারী দলে ঢুকে যাতে নির্বাচনকে বিতর্কিত করতে না পারে সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক পদ চুড়ান্তই করা হয় নি। আর সে পদ কিভাবে স্থগিত করা হলো বলে গণমাধ্যম প্রচার করলো তা আমার বোধগম্য নয়। তবে কোন দলীয় নেতা-কর্মী তার হতাশার কথা আমাকে জানাতেই পারে। এতে দোষের কিছু নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবারের অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা দোষী হলে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে যারা উপাচার্যের কার্যালয়ে তালা ভেঙ্গে প্রবেশ করেছে তাদেরও বিচার হওয়া উচিত।

টেলিভিশনে প্রকাশিত পূর্ণাঙ্গ ভিডিও ফুটেজ প্রকাশের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে কাদের আরো বলেন, জোর-পূর্বক বেশ কয়েকটি তালা ভেঙ্গে উপাচার্যের কার্যালয়ে ঢোকা কোন গণতান্ত্রিক আন্দোলন নয়।

ভ্রাম্যমান আদালতের কার্যক্রম সম্পর্কে সেতুমন্ত্রী কাদের বলেন, বিআরটিএ’র চারটি ভ্রাম্যমান আদালত কাজ করছে। আজ মূলত অনুনোমোদিত ও ফিটনেস বিহীন গাড়ী, সিএনজির মিটার ব্যবহার এবং মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের বিষয়টি দেখা হচ্ছে।

তিনি বলেন, আজ সকাল থেকে বিআরটিএ’র চারটি ভ্রাম্যমান আদালত কাজ করছে। এ পর্যন্ত ২৬ টি মামলা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে ৫০ হাজার টাকা।