অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় রাসেল নামে এক চোরকে গণধোলাই দেয়া হয়েছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল নারায়ণগঞ্জ সদর উপজেলার পুরাতন সৈয়দপুর সরদার বাড়ি এলাকার মৃত আলী বকসের ছেলে।
রোববার ভোরে ফতুল্লার ভোলাইল মরাখালপাড় এলাকায় এ ঘটনা ঘটলেও দুপুর ১টার দিকে পুলিশ তা নিশ্চিত করেছে। তবে নিহত রাসেলের বড় ভাই গোলাম হোসেনের দাবি, তার ছোট ভাই রাসেল তার মাকে নিয়ে ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে কাঁচামালের ব্যবসা করত।
রোববার ভোরে লোক মাধ্যমে জানতে পারে ভোলাইল মরাখালপাড় আল মদিনা মসজিদ-সংলগ্ন এলাকার আলতাফ মিয়ার ছেলে ইমরান ও তানভীরসহ আরও কয়েকজন মিলে রাসেলকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখে।
আকাশ নিউজ ডেস্ক 























