অাকাশ জাতীয় ডেস্ক:
বিচারবিভাগের স্বাধীনতা রক্ষায় প্রধানবিচারপতি কি ব্যবস্থা নিচ্ছেন জনগণ সেইদিকে সতর্ক নজর রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা কিনা টুইট বার্তায় তাও জানতে চান খালেদা জিয়া।
তিনি বলেন, ‘শুক্রবার পত্রিকায় এসেছে, বিনাভোটের এক প্রতিমন্ত্রী বলেছে, ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে।’
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কি? বিচারবিভাগের স্বাধীনতা রক্ষায় মাননীয় প্রধানবিচারপতি কি ব্যবস্থা নিচ্ছেন, জনগণ সেইদিকে সতর্ক নজর রাখছে।’
আকাশ নিউজ ডেস্ক 





















