অাকাশ জাতীয় ডেস্ক:
গুলশানের হলি আর্টিজানে হামলার ‘অন্যতম প্রধান পরিকল্পনাকারী’ ও সমন্বয়কারী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র্যাশকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ সদর দফতরের একটি দল, বগুড়া ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করেছেন।
শুক্রবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাশেদের অবস্থান শণাক্ত করা হয়। এরপর পুলিশ ভোর রাতে তাকে গ্রেফতার করে। রাশেদকে ঢাকায় আনা হচ্ছে। এরপর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















