ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব

আবারও শ্রেষ্ঠত্বের পুরস্কার জয়ার হাতে

আকাশ বিনোদন ডেস্ক:

কদিন আগেই কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির বিচারে ২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন বাংলাদেশের জয়া আহসান। সৌজন্য জয়া অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ ছবিটি। মুম্বাইয়ের বিকে গ্রাউন্ডসে জাকঁজমক অনুষ্ঠানে গত ১৯ ডিসেম্বর তার হাতে তুলে দেয়া হয় ‘জি সিনে অ্যাওয়ার্ড’ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। ওইদিন জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।

এমন খুশির দিনের মাস খানেকও পার হয়নি। সেই কলকাতায়ই আবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠল জয়ার হাতে। রবিবার এই পুরস্কারটিও তিনি পেলেন সেই ‘বিসর্জন’ ছবির জন্যই। জয়া এবার শ্রেষ্ঠ হয়েছেন ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বিচারে।

এদিন জয়ার হাতে পুরস্কার তুলে দেন কলকাতার সুপারস্টার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত জয়া ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, ‘আমার কাছে পুরস্কার শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।’

এছাড়া শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ ছবির পুরস্কারও জিতেছে জয়ার ‘বিসর্জন’। এর মাধ্যমে ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কারের দ্বিতীয় সংস্করণে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ ছবিটি সবচেয়ে বেশি পুরস্কার জিতল। তার মধ্যে সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা কৌতুক অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার রয়েছে।

অন্যদিকে, ‘ময়ূরাক্ষী’ ছবির জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রিল লাইফের পিতা-পুত্র সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া ‘ধনঞ্জয়’ ছবির জন্য সেরা খল অভিনেতার পুরস্কার পেয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। এ বছর সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাওয়ার্ড পেয়েছেন পরিচালক তরুণ মজুমদার।

আবারও ফিরে আসি জয়া আহসানের কথায়। ২০০৪ সালে বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসা জয়া নিয়মিতই অভিনয় করছেন বাংলাদেশ ও কলকাতার ছবিতে। দুই বাংলায়ই তিনি সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার অভিষেক হয় ২০১৭ সালে।

২০১৭ সালটি ছিল জয়ার জন্য সাফল্যের একটি বছর। সে বছর কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ও সৃজিত মুখার্জি পরিচালিত ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নির্মিত ‘রাজকাহিনি’ছবি দুটিতে তিনি অভিনয় করেন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ছিল জয়া অভিনীত ২০১৭ সালের শেষ ছবি। যে ছবির জন্য তিনি পর পর দুটি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও শ্রেষ্ঠত্বের পুরস্কার জয়ার হাতে

আপডেট সময় ১০:৪৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

কদিন আগেই কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির বিচারে ২০১৭ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন বাংলাদেশের জয়া আহসান। সৌজন্য জয়া অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ ছবিটি। মুম্বাইয়ের বিকে গ্রাউন্ডসে জাকঁজমক অনুষ্ঠানে গত ১৯ ডিসেম্বর তার হাতে তুলে দেয়া হয় ‘জি সিনে অ্যাওয়ার্ড’ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। ওইদিন জয়ার হাতে পুরস্কার তুলে দেন তামিল ভাষার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি।

এমন খুশির দিনের মাস খানেকও পার হয়নি। সেই কলকাতায়ই আবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার উঠল জয়ার হাতে। রবিবার এই পুরস্কারটিও তিনি পেলেন সেই ‘বিসর্জন’ ছবির জন্যই। জয়া এবার শ্রেষ্ঠ হয়েছেন ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের বিচারে।

এদিন জয়ার হাতে পুরস্কার তুলে দেন কলকাতার সুপারস্টার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত জয়া ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, ‘আমার কাছে পুরস্কার শুধু স্বীকৃতি নয়, এটা আমাকে আরও ভালো কাজ করতে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়।’

এছাড়া শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ ছবির পুরস্কারও জিতেছে জয়ার ‘বিসর্জন’। এর মাধ্যমে ওয়েস্টবেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন পুরস্কারের দ্বিতীয় সংস্করণে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’ ছবিটি সবচেয়ে বেশি পুরস্কার জিতল। তার মধ্যে সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা কৌতুক অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার রয়েছে।

অন্যদিকে, ‘ময়ূরাক্ষী’ ছবির জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রিল লাইফের পিতা-পুত্র সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া ‘ধনঞ্জয়’ ছবির জন্য সেরা খল অভিনেতার পুরস্কার পেয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। এ বছর সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাওয়ার্ড পেয়েছেন পরিচালক তরুণ মজুমদার।

আবারও ফিরে আসি জয়া আহসানের কথায়। ২০০৪ সালে বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসা জয়া নিয়মিতই অভিনয় করছেন বাংলাদেশ ও কলকাতার ছবিতে। দুই বাংলায়ই তিনি সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার অভিষেক হয় ২০১৭ সালে।

২০১৭ সালটি ছিল জয়ার জন্য সাফল্যের একটি বছর। সে বছর কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ও সৃজিত মুখার্জি পরিচালিত ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নির্মিত ‘রাজকাহিনি’ছবি দুটিতে তিনি অভিনয় করেন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিসর্জন’ছিল জয়া অভিনীত ২০১৭ সালের শেষ ছবি। যে ছবির জন্য তিনি পর পর দুটি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতলেন।