অাকাশ জাতীয় ডেস্ক:
চৌদ্দগ্রামে মাথায় ইট পড়ে রিফাতুল ইসলাম জিহাদ নামের চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জিহাদ উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
শনিবার রাত আটটার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার এএসআই আবদুল কুদ্দুস। এঘটনায় পুলিশ অভিযুক্ত একই বাড়ির সেলিমা আক্তার (২৪) নামের এক নারীকে আটক করেছে।
মামলা সূত্রে জানা গেছে, ফারুকের স্ত্রী আয়শা আক্তার ঋতু কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে তার পিত্রালয়ে চার মাস আগে পুত্র সন্তান জন্ম দেন। শুক্রবার দুপুরে জিহাদের নানি রাশেদা বেগম তাকে কোলে তুলে রোদের মধ্যে দাঁড়ায়। ওই সময় একই বাড়ির বাসিন্দা সেলিমা আক্তার তার বিল্ডিংয়ের ছাদে উঠে ঝাড় দেয়া শুরু করেন। হঠাৎ অসতর্কাবশত একটি ইট পড়ে জিহাদ অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের লোকজন তাৎক্ষণিক জিহাদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে ভর্তি না করে কুমিল্লা সিডিপ্যাথ হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। জিহাদের অবস্থার অবনতি হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার রাত সাড়ে দশটায় ঢাকায় নেয়ার পথে জিহাদের মৃত্যু হয়।
এঘটনায় জিহাদের বাবা ফারুক হোসেন বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত সেলিমা আক্তারকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয়রা জানান, সদা হাস্যোজ্জ্বল জিহাদ নানার বাড়িতে জন্ম নিলেও বাবার বাড়িতে ফেরা হলো না।
আকাশ নিউজ ডেস্ক 
























