অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ স্বীকার করেছে, ইরানে তারা গোয়েন্দাবৃত্তি চালাচ্ছে এবং সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতার প্রতি তাদের সমর্থন রয়েছে।
গতকাল মঙ্গলবার অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে মোসাদের প্রধান ইয়োসি কোহেন এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এমনকি ইরানেও আমাদের চোখ-কান খোলা।’ দ্য টাইমস অব ইসরায়েল এ খবর দিয়েছে।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার জন্য দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ জাফর মোন্তাজেরি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে দোষারোপ করেছেন। এর এক সপ্তাহ পর মোসাদের পরিচালক ইরানের অভ্যন্তরে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করলেন।
কোহেন আরো বলেন, ‘ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ছিল অর্থনৈতিক ইস্যুতে এবং যদি একটি সামাজিক বিপ্লব ঘটে তাহলে আমি বেশি খুশি হব।’ তিনি আশা করেন, ‘এ ধরনের বিপ্লব ভবিষ্যতে ঘটতে পারে।’
আকাশ নিউজ ডেস্ক 



















