অাকাশ স্পোর্টস ডেস্ক:
গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ধাওয়ান ও পূজারা। ভারতের ওপেনার শিখর ধাওয়ান ও তিন নম্বরে ব্যাট হাতে নামা চেতেশ্বর পূজারা ২৫৩ রান যোগ করেন এই রেকর্ড গড়েন। এতে ভেঙ্গে গেল সাবেক দুই খেলোয়াড় বিরেন্দার শেবাগ ও রাহুল দ্রাবিড়ের জুটির রেকর্ড। ২০০৯ সালে মুম্বাই টেস্টে শ্রীলংকার বিপক্ষে ভারতের প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে ২৩৭ রান করেছিলেন। ফলে লংকানদের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি ছিলো সেটি।
কিন্তু আজ, আট বছর পর শেবাগ-দ্রাবিড়ের জুটির রেকর্ড ভেঙ্গে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় উইকেটে নতুন রেকর্ড গড়লেন ধাওয়ান-পূজারা। গল টেস্টেও প্রথম দিনে দলীয় ২৭ রানে ওপেনার অভিনব মুকুন্দ বিদায় নেয়ার পর ধাওয়ানের সাথে জুটি বাধেন পূজারা। দ্বিতীয় উইকেটে এই দু’জন ২৮০ বল মোকাবেলা করে ২৫৩ রান এনে দেন ভারতকে। এতে প্রথম দিনই বড় সংগ্রহ পায় ভারত।
২৫৩ রানের জুটিতে ধাওয়ানের অবদান ছিলো ১৪৮ বলে ১৭৬ রান। আর পূজারার অবদান ছিলো ১৩২ বলে ৭৪ রান। শেষ পর্যন্ত ধাওয়ান ১৯০ রানে আউট হলেও, পূজারা দিন শেষে অপরাজিত আছেন ১৪৪ রানে। ফলে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩৯৯ রান।
আকাশ নিউজ ডেস্ক 
























