অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গিদের বোমা হামলায় চারজন পুলিশ নিহত ও অপর দুজন আহত হয়েছে। আজ শনিবার কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লার জেলার সুপরে শহরে এ ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
পুলিশ জানায়, আজ বারামুল্লার জেলার সুপরে শহরে জঙ্গিরা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের চারজন সদস্য নিহত ও অপর দুজন আহত হন। আহত পুলিশদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আরো জানায়, হামলায় একটি মার্কেটের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পুলিশের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























