অাকাশ জাতীয় ডেস্ক:
জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, বিশ্ব জুড়েই এখন বিপদ সঙ্কুল এক সময়। নীতি, নৈতিকতা ও মানবিকতার ধ্বংস সাধন হচ্ছে। মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। আমাদের দেশে এ ধ্বংসের বীজ ঢুকিয়ে দেয়া হয়েছে। তাই প্রতি দিনই সংবাদ মাধ্যমে হত্যার খবর থাকে। এ দেশের মানুষ এমন ছিল না। যারা দেশ ও জাতি ধ্বংসের এ কুশিক্ষা এনেছে, এদেশ থেকে তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
শুক্রবার ফরিদপুরের সদরপুর স্টেডিয়ামে জাকের পার্টির বিশাল এক ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। হাজার হাজার শান্তিকামী মানুষের মুহুর্মুহু স্লোগান সমাবেশে নতুন মাত্রা যোগ করে। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা সায়েম আমীর ফয়সলও সমাবেশে বক্তৃতা করেন।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, আমি প্রযুক্তি বিরোধী নই। তবে প্রযুক্তির অসৎ ব্যবহারের বিরুদ্ধে। এ দেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হতে দেয়া যাবে না। তাদের রক্ষা করতে হবে। ইয়াবার ছোবল থেকে বাঁচাতে হবে। মনুষত্ববোধের যে অধঃপতন, তা থেকে বেরিয়ে আসতে হবে।
পীরজাদা মোস্তফা আমীর ফয়সল সতর্কবাণী উচ্চারণ করে বলেন, দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র হচ্ছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সংবাদ মাধ্যমও এ কথা বলছে। কাজেই যে কোন সংকট মুকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















