অাকাশ জাতীয় ডেস্ক:
রদবদল হচ্ছে মন্ত্রীসভায়। মন্ত্রী হিসেবে শপথ নিতে আগামীকাল বঙ্গভবনে ডাক পেয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ, শাহজাহান কামাল, মোস্তাফা জব্বার এবং কাজী কেরামত আলী।
আগামীকাল (মঙ্গলবার) বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুর পর গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে পদটি শূন্যই রয়েছে। সেই পদে স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমান প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। লক্ষীপুর এক আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল এবং তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বারও মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন বলে জানা গেছে।
এছাড়া, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে আভাস পাওয়া গেছে।
আকাশ নিউজ ডেস্ক 





















