আকাশ ইতিহাস ডেস্ক:
আজ (সোমবার) ১ জানুয়ারি’ ২০১৮
হাইতি স্বাধীনতা ঘোষণা
১৮০৩ সালের এ দিনে ল্যাতিন আমেরিকার দেশ হাইতি স্বাধীনতা ঘোষণা করে। হাইতি ল্যাতিন আমেরিকার প্রথম স্বাধীনতা ঘোষণাকারী দেশ। হাইতির কৃষ্ণাঙ্গ দাসরা ফরাসী দাস ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর এই স্বাধীনতা ঘোষণা করে। নেপোলিয়ন বোনাপার্টের ঔপনিবেশিক বাহিনীর পরাজয়ের দুই মাস পর হাইতি স্বাধীনতা ঘোষণা করে। ফরাসী সাম্রাজ্যবাদ ১৬৭৭ সাল থেকে হাইতিতে উপনিবেশ স্থাপন করেছিলো। হাইতির পার্শ্ববর্তী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ১৯০৫ সাল থেকে হাইতির অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে থাকে এবং ১৯১৫ সালে দেশটির নিয়ন্ত্রণ নিজ হাতে তুলে নেয়। তবে জনগণ ক্রমেই মার্কিন বিরোধী হয়ে উঠতে শুরু করার ফলে ১৯৩৪ সালে যুক্তরাষ্ট্র শেষপর্যন্ত হাইতি ত্যাগ করে। কিন্তু নিজের অবৈধ স্বার্থ হাসিলের জন্য যুক্তরাষ্ট্র হাইতির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্রে দাস আমদানীর উপর নিষেধাজ্ঞা
১৮০৮ সালের এ দিনে যুক্তরাষ্ট্রে দাস আমদানীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এই নিষেধাজ্ঞা তেমন কার্যকর না হলে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে দাস ব্যবসা বিরোধী মনোভাব জোরদার হতে থাকে। ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে যে গৃহযুদ্ধ হয়েছিলো তার তা মূলত দাস ব্যবসাকে কেন্দ্র করে শুরু হয়েছিলো। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধে দাস প্রথার বিরুদ্ধবাদীরা বিজয়ী হয়েছিলো। এখানে উল্লেখ্য ১৮৬৩ সালের এ দিনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাসদের মুক্তি দেয়ার আহবান জানিয়েছিলেন। তার এই আহবানকে মুক্তি ঘোষণা হিসেবে অভিহিত করা হয়। গৃহযুদ্ধ শেষ হওয়ার পর ১৮৬৫ সালে ১৩তম সংশোধনী গ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে দাস ব্যবসাকে বিলোপ করা হয়।
ভারতের বিমান সাগরে পতিত
১৯৭৮ সালের এ দিনে ভারতের মুম্বাই বিমান বন্দর থেকে একটি বোয়িং-সেভেন জিরো সেভেন উড্ডয়নের ৪ মিনিট পরে সাগরে পতিত হলে ২১৩ জন যাত্রীর সবাই নিহত হন। তৎকালীন মুম্বাইয়ের শান্তাক্রজ বর্তমানের ছত্রপতি বিমান বন্দর থেকে সম্রাট অশোক নামের এই সেভেন জিরো সেভেন বিমানটি উড্ডয়ন করেছিলো। বিমানটি চালকের ভুল এবং যন্ত্রপাতির ক্রুটির কারণে দুর্ঘটনায় পড়েছিলো বলে মনে করা হয়। নিহত যাত্রীদের পরিবারদের পক্ষ থেকে যান্ত্রিক ক্রুটির জন্য বোয়িং কোম্পানীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিলো তবে সে মামলা ১৯৮৬ সালে নাকচ হয়ে যায়।
জাতিসংঘ বিষয়ক ঘোষণা
১৯৪২ সালের ইতিহাসের এ দিনে জাতিসংঘ বিষয়ক ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংলিন ডি. রুজভেল্ট এবং বৃটিশ প্রধানমন্ত্রী চার্চিল একটি ঘোষণার মাধ্যমে জাতিসংঘ বিষয়ক ঘোষণা দেন। এই ঘোষণা পত্রে আরো ২৬টি দেশের প্রতিনিধি স্বাক্ষর করেছিলো। ঘোষণা পত্রে যুদ্ধোত্তর আন্তর্জাতিক শান্তিরক্ষায় একটি সংস্থা প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা করা হয়।
- দিল্লী দখল করে তৈমুর লংয়ের নিজেকে ভারতের সম্রাট ঘোষণা (১৩৯৯)
- ফ্রান্স শাসনের অবসান ঘটিয়ে হাইতিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা (১৮০৪)
- আইন ও শুল্ক বিষয়ে ভারতে ফারসি ভাষার ব্যবহার নিষিদ্ধ (১৮৩৯)
- ফকল্যান্ডের ওপর ব্রিটেনের সার্বভৌমত্ব ঘোষণা (১৮৬৩)
- আমেরিকায় প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ক্রীতদাস প্রথার বিলুপ্তি ঘোষণা (১৮৬৩)
- ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী বলে ঘোষণা (১৮৭৭)
- ব্রহ্মদেশকে ইংরেজ শাসনে আনার ঘোষণা (১৮৮৬)
- নিউইয়র্কে মৃত্যুদ- কার্যকরের জন্য বৈদ্যুতিক চেয়ার ব্যবহার শুরু (১৮৮৯)
- স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ^বিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য নিযুক্ত (১৮৯০)
- জাতিসংঘের উদ্যোগে পাক-ভারত যুদ্ধবিরতি (১৯৪৯)
- সুদানের স্বাধীনতা ঘোষণা (১৯৫৬)
- ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) গঠন (১৯৬৫)
- ব্রিটেনের কাছ থেকে ব্রুনাই’র স্বাধীনতা লাভ (১৯৮৪)
আকাশ নিউজ ডেস্ক 



















