ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জামায়াত নেতার, বিক্ষোভে উত্তাল ঢাবি ভোট দেখতে বিদেশ থেকে আসবে ৫০০ সাংবাদিক ও পর্যবেক্ষক জনগণকে সাবধানে নেতা বাছাই করার পরামর্শ দিলেন রুমিন ফারহানা বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেওয়া বন্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ ‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি,’ বললেন আমিনুল হক কোন ষড়যন্ত্র বিএনপির বিজয় ঠেকাতে পারবে না: দুলু

২০১৪ সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন ২০১৪ সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না। এজন্য নির্বাচনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আন্দোলনও চালিয়ে যেতে হবে। এই আন্দোলন হলো গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনার আন্দোলন। আন্দোলনের মুখে সরকার বাধ্য হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন মেনে নিতে।

রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নের নিজ বাসভবনে কবিরহাট উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের এক সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনে একজনকেও যেন কেন্দ্র থেকে কেউ বের করে দিতে না পারে, সেজন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। যখন আন্দোলনের কর্মসূচি দেবো, তখন পেছনে তাকানোর সুযোগ নেই। তিনি বলেন, ৩৬ বছর একটি বাড়িতে ছিলাম। সেই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করা হলো। বিএনপি করি বলে এই প্রতিহিংসার স্বীকার হয়েছি। সামান্য আপস করলে বাড়ি হারাতে হতো না। আমি বেইমানি করতে পারি না। ক্ষমতায় যেতে পারি আর নাই পারি, এজন্য আপস করতে পারি না। দলের নেতাকর্মীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা সরকারি দলের নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষমতায় গেলে তাদের চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, বিএনপি নেতা আবু বাহার, মো. শাহাব উদ্দিন, চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, জাকির হোসেন সেলিম, আলতাফ হোসেন দুলাল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান

২০১৪ সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না: মওদুদ

আপডেট সময় ১১:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন ২০১৪ সালের মতো নির্বাচন করতে দেওয়া হবে না। এজন্য নির্বাচনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি আন্দোলনও চালিয়ে যেতে হবে। এই আন্দোলন হলো গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনার আন্দোলন। আন্দোলনের মুখে সরকার বাধ্য হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন মেনে নিতে।

রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জ সিরাজপুর ইউনিয়নের নিজ বাসভবনে কবিরহাট উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের এক সভায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনে একজনকেও যেন কেন্দ্র থেকে কেউ বের করে দিতে না পারে, সেজন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। যখন আন্দোলনের কর্মসূচি দেবো, তখন পেছনে তাকানোর সুযোগ নেই। তিনি বলেন, ৩৬ বছর একটি বাড়িতে ছিলাম। সেই বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করা হলো। বিএনপি করি বলে এই প্রতিহিংসার স্বীকার হয়েছি। সামান্য আপস করলে বাড়ি হারাতে হতো না। আমি বেইমানি করতে পারি না। ক্ষমতায় যেতে পারি আর নাই পারি, এজন্য আপস করতে পারি না। দলের নেতাকর্মীদের আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা সরকারি দলের নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষমতায় গেলে তাদের চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আবদুর রহিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, বিএনপি নেতা আবু বাহার, মো. শাহাব উদ্দিন, চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, জাকির হোসেন সেলিম, আলতাফ হোসেন দুলাল প্রমুখ।