অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বাংলামোটর এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পান্থকুঞ্জ পার্কের সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুর্ঘটনার পর অবস্থায় মুমূর্ষু যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপপরিদর্শিক রহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিস্তান থেকে ফার্মগেটগামী ৬ নম্বর বাসটি পেছনে থেকে যুবককে চাপা দেয়। নিহতের পরনে ছিল লাল রঙের সোয়েটার ও লাল চেক লুঙ্গি।
এসআই আরও জানান, বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























