অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে আদালতে অভিযুক্ত হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন। শুক্রবার বিকালে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রাজ্জাক আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার, সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আন্দোলন ও হরতালের ডাক দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা বেগম এমপি প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















