অাকাশ জাতীয় ডেস্ক:
দক্ষিণ কেরানীগঞ্জে ভারতীয় জাল রুপি তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। সেখান থেকে ১০ লাখ ভারতীয় জাল রুপিসহ দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এছাড়াও জব্দ করা হয়েছে জাল রুপি তৈরির বিপুল সরঞ্জাম।
বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আটকদের নামপরিচয় এখনো জানা যায়নি। দুপুর ১২টায় র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে আটকদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পাঠানো ওই বার্তায় জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















