অাকাশ জাতীয় ডেস্ক:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাম দলগুলোর ওপর চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংক ঘেরাও করতে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ননসেন্সের মতো কাজ করেছে। তাদের তো কোনো অস্বিত্বই নেই।’
আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এভাবেই তিনি বাম দলগুলোর কর্মসূচির বিরুদ্ধে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, দুই চারজন নেতা আছেন, দ্যাটস অল। তাদের পার্টি বাঁচাতে হয়। দল বাঁচানোর জন্য লাল পতাকা নিয়ে তারা গুটিকয়েক লোক মাঠে নেমে নিজেদের অস্তিত্ব জানান দেয়।
বাম দলগুলোর দাবির যৌক্তিকতা বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুর্বলতা আছে এটা সত্য। কেন্দ্রীয় ব্যাংকের তদারকি নিয়েও প্রশ্ন থাকতে পারে। তাই বলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা! এটা তো ছেলে খেলা!’
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকসহ অর্থ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত সব ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে অব্যাহত লুটপাটের প্রতিবাদে আজ বুধবার দুপুরে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় বাম দলগুলোর প্রতিবাদ মিছিল বায়তুল মোকাররম মসজিদের সামনে গেলে আটকে দেয় পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 

























