অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ফিলিপাইনে একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষ মারা গেছে। নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ। পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে এ খবর জানায় রয়টার্স। খবরে বলা হয়, হতাহতদের বেশির ভাগ দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের বাসিন্দা। অধিকাংশ মানুষ শুক্রবার রাতে দুর্যোগের শিকার হয়।
নিহতদের মধ্যে রয়েছে লানাও দেল নোর্তে প্রদেশের টুবোড, এল সালভাদর ও মুনাই শহরে ৩৯ জন। জামবোয়াঙ্গা দেল নোর্তে প্রদেশের সিবুকো শহরে ৩০ জন ও সালুগ শহরে ছয়জন মারা গেছে।বুকিদনোন প্রদেশে মৃত্যু হয়েছে আরও তিনজনের। টুবোড শহরের এক কর্মকর্তা জানান, একটি কৃষিপ্রধান গ্রাম ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে বলে খবর পেয়েছেন তারা। ওই এলাকার বৈদ্যুতিক ও টেলিযোগাযোগ লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টা বিঘ্ন হচ্ছে।
নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা, যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও আবর্জনা পরিষ্কার করার জন্য সেনা, পুলিশ, জরুরি বিভাগের কর্মী ও স্বেচ্ছাসেবীদের নিয়োগ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ফিলিপাইনের আবহাওয়া অফিস জানায়, সুলু সাগর থেকে শক্তি সঞ্চয় করা ঝড়টি শনিবার দুপুরের মধ্য সাগর পার হতে পারে। আর সোমবারের মধ্যে ফিলিপাইনের সীমানা ছেড়ে যেতে পারে।
আকাশ নিউজ ডেস্ক 
























