অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ফিলিপাইনের অদূরে উত্তাল সাগরে বৃহস্পতিবার ২৫১ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। কোস্টগার্ড জানিয়েছে প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে রেডিও স্টেশন ডিজেডএমএম জানিয়েছে, উদ্ধারকারীরা চারজনের লাশ উদ্ধার করেছে। এছাড়া বেশ ক’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ম্যানিলা থেকে ৭০ কিলোমিটার পূর্বে রিয়াল শহরের অদূরে দুর্গম পলিল্লো দ্বীপের সামনে।
আকাশ নিউজ ডেস্ক 
























