অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুই ভাই-বোনকে হত্যা করেছে এক ব্যক্তি। মঙ্গলবার ভোরে পাকিস্তানের করাচির সাচাল গোথ এলাকায় এই ঘটনা ঘটে। খবর জিও নিউজের।
পুলিশ জানায়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই বিলওয়াল শাহ কলোনিতে বাসায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ভাই-বোনদের হত্যা করে এক যুবক।
পুলিশ কর্মকর্তা এসএসপি রাও আনোয়ার জানান, নিহতরা হলেন- আওয়াল শের(৩০) ও তার ২৫ বছর বয়সী বোন তাজ বিবি। তারা মোহাম্মদ এজেন্সি এলাকা থেকে করাচিতে এসেছেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০ নভেম্বর পাঞ্জাব প্রদেশের মান্দি বাহাউদ্দিন শহরে এমন আরেকটি ঘটনা ঘটেছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে পুড়িয়ে হত্যা করে এক যুবক।
আকাশ নিউজ ডেস্ক 
























