অাকাশ জাতীয় ডেস্ক:
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বুঝেশুনে ভালো প্রার্থী নির্বাচন করার আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক। তারা বলেছে, সুষ্ঠু গণতন্ত্রের জন্য নাগরিকদের এই সচেতনতা জরুরি।
ভোটের তিন দিন আগে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই আহ্বান জানায়। রংপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য উপস্থাপন করতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘যে রাষ্ট্রে নাগরিকরা সক্রিয় থাকেন সেখানে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। তাই যে কোনো নির্বাচনে প্রার্থীদের সম্পর্কে জেনে-শুনে-বুঝে ভোট দেয়া দরকার, যাতে ভালো প্রার্থীরা নির্বাচিত হয়ে আসতে পারেন।’
আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন বলেন, ‘আমরা চাই সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, ভালো প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারেন, যারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন এবং জনকল্যাণে কাজ করবেন।’
‘দীর্ঘ আইনি লড়াইয়ের ফলে বাংলাদেশে ভোটারদের তথ্যপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য হলো, ভোটররা যাতে প্রার্থীদের সম্পর্কে জেনে-শুনে-বুঝে ভোট দিতে পারেন।’
সবার সম্মিলিত প্রচেষ্টায় রংপুর নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচিত হবেন বলে আশার কথা জানান বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
মকসুদ বলেন, ‘আমরা নাগরিকরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। তবে শুধুমাত্র নির্বাচন কমিশনের একার পক্ষে এই সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এর জন্য সরকার, প্রশাষন ও ভোটারদেরও দায়িত্ব রয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 





















