ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

উন্নয়ন কথামালায় থাকলেও মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়: খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নের দাবিকে কথামালা হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষ প্রকৃতপক্ষে নিদারুণ কষ্টে আছে দাবি করে তিনি বলেছেন, এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে মানুষ। রবিবার এক টুইট বার্তায় বিএনপির নেত্রী এ কথা বলেন। দেশের পাঁচ কোটির বেশি মানুষ খাদ্য সংকটে আছে বলেও দাবি করেন তিনি।

ওই টুইট বার্তায় বিএনপি নেত্রী বন্যার সময় ত্রাণ বিতরণের জন্য জড়ো হওয়া মানুষের একটি ছবিও প্রকাশ করেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে খালেদা জিয়া টুইটারে অ্যাকাউন্ট খোলেন। এরপর থেকে নানা সময় তিনি বিভিন্ন বিষয়ে নানা বার্তা দেন। চলতি বছর এপ্রিল এবং জুনে বন্যা ও অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ফসলহানির পর চালের দাম হঠাৎ বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে সবজির দাম। সম্প্রতি পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হচ্ছে।

পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে ক্ষমতাসীন ১৪ দলের বৈঠকেও উদ্বেগ জানিয়ে কোনো ধরনের কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। অন্যদিকে গত বুধবার বিএনপি জেলায় জেলায় বিক্ষোভ করেছে। টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘একটি সমীক্ষা বলছে দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্য-বঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ।’

‘গত এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন’ এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।’ ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমসায় আসার পর দেশের অবকাঠামো, বিদ্যুৎ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব খাতে ব্যাপক উন্নয়নের দাবি করছে সরকার। আর বছরে দুই শতাংশ হারে দারিদ্র্যবিমোচন হচ্ছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভয়ংকর অবস্থায় ফ্রান্সের অর্থনীতি

উন্নয়ন কথামালায় থাকলেও মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়: খালেদা

আপডেট সময় ১০:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নের দাবিকে কথামালা হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষ প্রকৃতপক্ষে নিদারুণ কষ্টে আছে দাবি করে তিনি বলেছেন, এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে মানুষ। রবিবার এক টুইট বার্তায় বিএনপির নেত্রী এ কথা বলেন। দেশের পাঁচ কোটির বেশি মানুষ খাদ্য সংকটে আছে বলেও দাবি করেন তিনি।

ওই টুইট বার্তায় বিএনপি নেত্রী বন্যার সময় ত্রাণ বিতরণের জন্য জড়ো হওয়া মানুষের একটি ছবিও প্রকাশ করেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে খালেদা জিয়া টুইটারে অ্যাকাউন্ট খোলেন। এরপর থেকে নানা সময় তিনি বিভিন্ন বিষয়ে নানা বার্তা দেন। চলতি বছর এপ্রিল এবং জুনে বন্যা ও অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ফসলহানির পর চালের দাম হঠাৎ বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে সবজির দাম। সম্প্রতি পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হচ্ছে।

পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে ক্ষমতাসীন ১৪ দলের বৈঠকেও উদ্বেগ জানিয়ে কোনো ধরনের কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। অন্যদিকে গত বুধবার বিএনপি জেলায় জেলায় বিক্ষোভ করেছে। টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘একটি সমীক্ষা বলছে দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্য-বঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ।’

‘গত এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন’ এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।’ ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমসায় আসার পর দেশের অবকাঠামো, বিদ্যুৎ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব খাতে ব্যাপক উন্নয়নের দাবি করছে সরকার। আর বছরে দুই শতাংশ হারে দারিদ্র্যবিমোচন হচ্ছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।