ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

জলাবদ্ধতায় দুর্ভোগ পিছু ছাড়ছে না চট্টগ্রামবাসীর

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম মহানগরের অধিকাংশ নিন্মাঞ্চল জলাবদ্ধতায় নাকাল অবস্থা। কখনো জোয়ারের পানির ঢল, কখনো বৃষ্টির পানিতে জলাবদ্ধতা। দুর্ভোগ পিছু ছাড়ছে না নগরবাসীর। প্রতিনিয়তই অন্তহীন ভোগান্তিতে পড়তে হয় তাদের।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, ‘রোববার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ঘণ্টায় ৮৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার কর্ণফুলীতে প্রথম জোয়ার এসেছে ভোর পাঁচটা ৪ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার আসে বিকেল ৫টা ৪৮ মিনিটে।’

চট্টগ্রামে রোববার সকালে দিকে শুরু হয় ভারী বর্ষণ। এ সময় নদীতে ছিল জোয়ার। জোয়ারের পানিতে টইটম্বুর ছিল কর্ণফুলী নদী, চাক্তাই খাল ও মহেশখালসহ নগরের ছোট ছোট খালগুলো।

এ সময় নগরের চাক্তাই খাল সংলগ্ন আসাদগঞ্জ, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ এবং আগ্রাবাদ এলাকার এক্সেস রোড, সিডিএ আবাসিক এলাকা, গোসাইলডাঙ্গা, হালিশহর, চান্দগাঁওসহ অনেক এলাকা ডুবে যায়। চাক্তাই খালের পাড় উপচে আসাদগঞ্জে পানি ঢুকে পড়ায় শুটকির আড়তদার ও পাইকারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মূল সড়কেও হাঁটু পানি জমে যায়।

আসাদগঞ্জের শুটকি বিক্রেতা বাবুল বণিক বলেন, ‘জোয়ারের পানি এখন আমাদেও বড় সমস্যা। কয়েক দশক ধরে এই সমস্যা থাকলেও এখন বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রতিবছরই লাখ লাখ টাকার শুটকি নষ্ট হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে সবাই স্লুইসগেট ও বেড়ি বাধ নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবায়ন হয় না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

জলাবদ্ধতায় দুর্ভোগ পিছু ছাড়ছে না চট্টগ্রামবাসীর

আপডেট সময় ০৬:০০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম মহানগরের অধিকাংশ নিন্মাঞ্চল জলাবদ্ধতায় নাকাল অবস্থা। কখনো জোয়ারের পানির ঢল, কখনো বৃষ্টির পানিতে জলাবদ্ধতা। দুর্ভোগ পিছু ছাড়ছে না নগরবাসীর। প্রতিনিয়তই অন্তহীন ভোগান্তিতে পড়তে হয় তাদের।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, ‘রোববার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ঘণ্টায় ৮৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার কর্ণফুলীতে প্রথম জোয়ার এসেছে ভোর পাঁচটা ৪ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার আসে বিকেল ৫টা ৪৮ মিনিটে।’

চট্টগ্রামে রোববার সকালে দিকে শুরু হয় ভারী বর্ষণ। এ সময় নদীতে ছিল জোয়ার। জোয়ারের পানিতে টইটম্বুর ছিল কর্ণফুলী নদী, চাক্তাই খাল ও মহেশখালসহ নগরের ছোট ছোট খালগুলো।

এ সময় নগরের চাক্তাই খাল সংলগ্ন আসাদগঞ্জ, খাতুনগঞ্জ, কোরবানিগঞ্জ এবং আগ্রাবাদ এলাকার এক্সেস রোড, সিডিএ আবাসিক এলাকা, গোসাইলডাঙ্গা, হালিশহর, চান্দগাঁওসহ অনেক এলাকা ডুবে যায়। চাক্তাই খালের পাড় উপচে আসাদগঞ্জে পানি ঢুকে পড়ায় শুটকির আড়তদার ও পাইকারদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মূল সড়কেও হাঁটু পানি জমে যায়।

আসাদগঞ্জের শুটকি বিক্রেতা বাবুল বণিক বলেন, ‘জোয়ারের পানি এখন আমাদেও বড় সমস্যা। কয়েক দশক ধরে এই সমস্যা থাকলেও এখন বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রতিবছরই লাখ লাখ টাকার শুটকি নষ্ট হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে সবাই স্লুইসগেট ও বেড়ি বাধ নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবায়ন হয় না।’