অাকাশ জাতীয় ডেস্ক:
নির্বাচনে কে জিতবে না জিতবে এ হিসেব না কষে আগামী নির্বাচনে আসার প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগ খালি মাঠে গোল দেবে না বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ।
এছাড়া তিনি আরো বলেন, ‘মির্জা ফকরুল ইসলাম সাহেবকে বলবো আমাদের এই জরিপের ফলের প্রেক্ষিতে প্রেক্ষিতে আবোল তাবোল কথা না বলে আপনারা বরং আগামী নির্বাচনের জন্যে প্রস্তুতি গ্রহণ করুন। গেল নির্বাচনের মত দয়া করে পালিয়ে যাবেন না। আমরা খেলে গোল দিতে চাই।’
আকাশ নিউজ ডেস্ক 



















