ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না বলে জামায়াত প্রার্থী হুঙ্কার দিয়েছেন খালিদুজ্জামান ‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’: ইমানুয়েল মাক্রোঁ রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না: উপদেষ্টা সাখাওয়াত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজোর হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড বাস্তবতা বিবেচনায় দেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: আহসান হাবিব মনসুর সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা জাভেদ আর নেই শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট

অভিনয়ে বিরতি দিয়ে চাকরিতে আলিশা

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনয়ের পরিচিত মুখ আলিশা প্রধান। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও সিনেমাতেও তিনি প্রশংসিত হয়েছেন। তবে অনেকটা সময় অভিনয় থেকে দূরে রয়েছেন এ অভিনেত্রী।

কারণটা জানা গেল এবার। সম্প্রতি একটি প্রতিষ্ঠানে এডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি নিলেন তিনি। পুরান ঢাকার ওয়ারী কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার সন্ধ্যায় হয়ে গেল ‘হোইায়ট স্যান্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ার ২০১৭’। সেখানেই জানা যায়, হোইায়ট স্যান্ড রিসোর্ট নামের নতুন পাঁচ তারকা এ হোটেলটির এডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

নিজের নতুন পরিচয় নিয়ে আলিশা প্রধান বলেন, ‌‘আমি অনেকদিন থেকেই অভিনয় থেকে দূরে রয়েছি। কয়েকদিন আগে কক্সবাজারের ‘হোইায়ট স্যান্ড রিসোর্ট’র এডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছি। কক্সবাজারে নতুন বছরে আর্ন্তজাতিক মানের শপিংমলসহ নতুন পাঁচ তারকা চালু হবে। এখানে সোহানা গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ও পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা মেলার তত্বাবধানের পাশাপাশি আমাকে নতুন দায়িত্বে অনেক সহযোগিতা করছেন।’

তিনি আরও বলেন, ‘সোহানা গ্রুপের ‘হোইায়ট স্যান্ড রিসোর্ট’ নামের নতুন এ হোটেলে কাজ করে ট্যুরিজমকে সমৃদ্ধ করার পাশাপাশি কক্সবাজারকে বদলে দিতে চাই। আশা করি, ভালোভাবে নতুন দায়িত্ব পালন করতে পারব।’

Alisha

নতুন বছরে বলিউড তারকা মাধুরী দীক্ষিতকে নিয়ে এই রিসোর্টের উদ্বোধন শুভ উদ্বোধন হবে বলে জানিয়েছেন আলিশা। তবে চাকরির পাশাপাশি অভিনয়টাও চলবে কী না এমন প্রশ্নের জবাবে আলিশা বলেন, ‘নিশ্চিত করে কিছু বলা মুশকিল।’

গতকাল সোহানা গ্রুপের তত্বাবধানে তিন দিনব্যাপী ওই ফেয়ারের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে যোগ দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, পরিচালক ও অভিনেতা তৌকীর আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, পপি, অপু বিশ্বাস, রুনা খান, তানহা তাসনিয়াসহ আরও অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনে ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল ৬ বছরের এক শিশু

অভিনয়ে বিরতি দিয়ে চাকরিতে আলিশা

আপডেট সময় ১১:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

অভিনয়ের পরিচিত মুখ আলিশা প্রধান। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও সিনেমাতেও তিনি প্রশংসিত হয়েছেন। তবে অনেকটা সময় অভিনয় থেকে দূরে রয়েছেন এ অভিনেত্রী।

কারণটা জানা গেল এবার। সম্প্রতি একটি প্রতিষ্ঠানে এডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে চাকরি নিলেন তিনি। পুরান ঢাকার ওয়ারী কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার সন্ধ্যায় হয়ে গেল ‘হোইায়ট স্যান্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ার ২০১৭’। সেখানেই জানা যায়, হোইায়ট স্যান্ড রিসোর্ট নামের নতুন পাঁচ তারকা এ হোটেলটির এডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

নিজের নতুন পরিচয় নিয়ে আলিশা প্রধান বলেন, ‌‘আমি অনেকদিন থেকেই অভিনয় থেকে দূরে রয়েছি। কয়েকদিন আগে কক্সবাজারের ‘হোইায়ট স্যান্ড রিসোর্ট’র এডিশনাল জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছি। কক্সবাজারে নতুন বছরে আর্ন্তজাতিক মানের শপিংমলসহ নতুন পাঁচ তারকা চালু হবে। এখানে সোহানা গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান ও পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা মেলার তত্বাবধানের পাশাপাশি আমাকে নতুন দায়িত্বে অনেক সহযোগিতা করছেন।’

তিনি আরও বলেন, ‘সোহানা গ্রুপের ‘হোইায়ট স্যান্ড রিসোর্ট’ নামের নতুন এ হোটেলে কাজ করে ট্যুরিজমকে সমৃদ্ধ করার পাশাপাশি কক্সবাজারকে বদলে দিতে চাই। আশা করি, ভালোভাবে নতুন দায়িত্ব পালন করতে পারব।’

Alisha

নতুন বছরে বলিউড তারকা মাধুরী দীক্ষিতকে নিয়ে এই রিসোর্টের উদ্বোধন শুভ উদ্বোধন হবে বলে জানিয়েছেন আলিশা। তবে চাকরির পাশাপাশি অভিনয়টাও চলবে কী না এমন প্রশ্নের জবাবে আলিশা বলেন, ‘নিশ্চিত করে কিছু বলা মুশকিল।’

গতকাল সোহানা গ্রুপের তত্বাবধানে তিন দিনব্যাপী ওই ফেয়ারের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে যোগ দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, পরিচালক ও অভিনেতা তৌকীর আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস, পপি, অপু বিশ্বাস, রুনা খান, তানহা তাসনিয়াসহ আরও অনেকে।