অাকাশ জাতীয় ডেস্ক:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সাধারণ মানুষের স্বার্থেই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ফের আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। এজন্য শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সচেতন মহলকে সকল মতভেদ ভুলে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে এক সঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার ঝালকাঠির নলছিটিতে ‘বাকেরকাঠি-নলছিটি সড়ক’ এর সাড়ে আট কিলোমিটার এলাকা পুনঃনিনর্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন এবং এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ।
শিল্পমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার রাস্তাাঘাট নির্মাণ; পানি-বিদ্যুৎ-শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন; চিকিৎসাসেবা সম্প্রসারণসহ মানুষের সব ধরনের চাহিদা পূরণ করে দেশটাকে এগিয়ে নিয়েছে।
এছাড়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সালাহ উদ্দিন আহমেদ সালেক ও খান আরিফুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী খোন্দকার গোলাম মোস্তফা ও উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন এবং নলছিটি উপজেলা নির্বাহী আফিসার মোঃ আশ্রাফুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 






















