অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গাড়িচাপায় আবু জাফর নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বয়স ৩০ বছর। গত শনিবার আবুধাবির শিল্পনগরী মোসাফফা সানাইয়ায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের মোকার দিঘীপাড়া মৃত আবুল কাশেমের ছেলে আবু জাফর।
জানা গেছে, আবুধাবিতে মোটরসাইকেলে করে খালিজ টাইম পত্রিকা গ্রাহকদের কাছে বিলি করতেন আবু জাফর। কয়েকদিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে স্থানীয় পুলিশের কাছে গিয়ে জানা যায়- তার মরদেহ এখন আবুধাবি শেখ খলিফা মেডিকেলের মর্গে রয়েছে।
এদিকে আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে পাঠানো হবে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।
আকাশ নিউজ ডেস্ক 

























