ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

এক টুকরো কেকের দাম ৮০০ ডলার!

আকাশ নিউজ ডেস্ক:

সম্প্রতি নিলামে উঠেছে এক টুকরো ফ্রুট কেক। তাও আবার কেকটি যদি ৩৭ বছর আগের কেক এটি।

আর নিলামে এই কেকের চড়েছে ৮০০ ডলার!

তবে এর কারণটাও কিন্তু যথার্থই। এটি আমেরিকায় যুবরানি ডায়না এবং যুবরাজ চার্লসের বিয়ের কেক। সেটা ১৯৮১ সালের ঘটনা। রাজা-রানির বিয়েকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল চোখ ধাঁধানো বহুতল ফ্রুটকেক। সেই কেকেরই এক টুকরো রাজ পরিবারের কোনও সদস্য সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। সম্প্রতি রাজা-রানির ঘর পরিষ্কার করতে গিয়ে কর্মীদের নজরে পড়ে কেকের বাক্সটি।

ওই কেক টুকরো ডায়না ও চালর্সের বিয়েরই কেকের একাংশ নিশ্চিত হওয়ার ব্যাপারে কর্মীরা জানাচ্ছেন, সংরক্ষিত বাক্সটির ওপরে লেখা রয়েছে- ‘সিডি, বাকিংহাম প্যালেস, ২৯ জুলাই, ১৯৮১’। এরপরই রাজ পরিবারের প্রবীণ কর্মীরা তথ্য ঘেঁটে জানতে পারেন, ১৯৮১ সালের ২৯ জুলাই সিডি-র বাকিংহাম প্যালেসে চার হাত এক হয়েছিল রাজা-রানির।

সংরক্ষিত ওই বাক্সে কেকের সঙ্গেই ছিল ওয়েলসের রাজা ও রানির একটি শুভেচ্ছা কার্ডও।

যা থেকে সকলেই নিশ্চিত হন-কেকটি চালর্স-ডায়নার বিয়েরই। এরপরই কেকটি নিলামে চড়ে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আপাতত এক টুকরো ওই ফ্রুট কেক নিলামে ৮০০ ডলার পর্যন্ত চড়েছে। নিলাম সংস্থা ‘আর আর অকসন’ এর দাবি, এই কেকটি তৈরি করেছিলেন রয়্যাল নেভাল কুকিং স্কুলের প্রধান ডেভিড আভেরি। আপাতত এক টুকরো ফ্রুট কেককে কেন্দ্র করেই ইতিহাসের স্বাদ আস্বাদনে ফুটছে আমেরিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক টুকরো কেকের দাম ৮০০ ডলার!

আপডেট সময় ০৭:৪৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭

আকাশ নিউজ ডেস্ক:

সম্প্রতি নিলামে উঠেছে এক টুকরো ফ্রুট কেক। তাও আবার কেকটি যদি ৩৭ বছর আগের কেক এটি।

আর নিলামে এই কেকের চড়েছে ৮০০ ডলার!

তবে এর কারণটাও কিন্তু যথার্থই। এটি আমেরিকায় যুবরানি ডায়না এবং যুবরাজ চার্লসের বিয়ের কেক। সেটা ১৯৮১ সালের ঘটনা। রাজা-রানির বিয়েকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল চোখ ধাঁধানো বহুতল ফ্রুটকেক। সেই কেকেরই এক টুকরো রাজ পরিবারের কোনও সদস্য সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। সম্প্রতি রাজা-রানির ঘর পরিষ্কার করতে গিয়ে কর্মীদের নজরে পড়ে কেকের বাক্সটি।

ওই কেক টুকরো ডায়না ও চালর্সের বিয়েরই কেকের একাংশ নিশ্চিত হওয়ার ব্যাপারে কর্মীরা জানাচ্ছেন, সংরক্ষিত বাক্সটির ওপরে লেখা রয়েছে- ‘সিডি, বাকিংহাম প্যালেস, ২৯ জুলাই, ১৯৮১’। এরপরই রাজ পরিবারের প্রবীণ কর্মীরা তথ্য ঘেঁটে জানতে পারেন, ১৯৮১ সালের ২৯ জুলাই সিডি-র বাকিংহাম প্যালেসে চার হাত এক হয়েছিল রাজা-রানির।

সংরক্ষিত ওই বাক্সে কেকের সঙ্গেই ছিল ওয়েলসের রাজা ও রানির একটি শুভেচ্ছা কার্ডও।

যা থেকে সকলেই নিশ্চিত হন-কেকটি চালর্স-ডায়নার বিয়েরই। এরপরই কেকটি নিলামে চড়ে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, আপাতত এক টুকরো ওই ফ্রুট কেক নিলামে ৮০০ ডলার পর্যন্ত চড়েছে। নিলাম সংস্থা ‘আর আর অকসন’ এর দাবি, এই কেকটি তৈরি করেছিলেন রয়্যাল নেভাল কুকিং স্কুলের প্রধান ডেভিড আভেরি। আপাতত এক টুকরো ফ্রুট কেককে কেন্দ্র করেই ইতিহাসের স্বাদ আস্বাদনে ফুটছে আমেরিকা।