অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের আকার ৪ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব দিয়েছে বাজেট প্রণয়ন কমিটি। রোববার সচিবালয়ে বাজেট প্রণয়ন কমিটির সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এটা ছিল ২০১৮-১৯ সালের বাজেট প্রস্তুতের জন্য প্রথম মিটিং। ২০১৮-১৯ সালের বাজেট আমাদের সরকারের লাষ্ট বাজেট। ‘সো ইট উইল বি সাদামাটা বাজেট।’
মন্ত্রী জানান, তবে এই বাজেট সাইজে বড় হবে এটা প্রাথমিকভাবে চিন্তা করছি। এ বছর বাজেটের আকার ছিল ৪ লাখ ২৬৬ কোটি টাকা। সেই তুলনায় এবার বাজেটের আকার বাড়ছে। মন্ত্রী বলেন, বিএমআরসি কমিটি প্রতিবছরের বাজেট কিভাবে প্রতি কোয়ারটারে বাস্তবায়িত হচ্ছে তা রিভিউ করে থাকে। তারা বাজেটের আকারের বিষয়ে যা প্রস্তাব করেছে তা শতভাগ ঠিক নাও থাকতে পারে। এটি চূড়ান্ত হতে আরও কিছু সময় লাগবে।
এটা চূড়ান্ত না হলেও বাজেট এর কাছাকাছি থাকবে। ফেব্রুয়ারি মাসে ফাইনাল করা হবে। এ বাজেট সরকারের শেষ বাজেট হলেও আগামীতে আওয়ামী লীগ সরকার আবারো আসবে বলে এ সময় আশা প্রকাশ করেন সরকারের এ মন্ত্রী। তিনি জানান, চলতি অর্থ বছরের রিভাইজড বাজেট ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনী বাজেট বলতে কিছু নেই। আমরা দায়সারা বাজেট করব না। যা করেছি সেটার ধারাবাহিকতা থাকবে। বর্তমানে রাজস্ব সংগ্রহের অবস্থা ভাল বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২৫ লাখ টার্গেট থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ টাকায়। আমাদের দেশের যুবকরা দেশকে টাকা দেয়া তাদের দায়িত্ব বলে মনে করে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী অর্থ বছরের বাজেটে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করা হবে। এ সময় ২০১৮-১৯ অর্থ বছরে জিডিপি গ্রোথ ৭ দশমিক ৪ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 



















