অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের গোচরা বাজারে একটি পরিত্যক্ত দোকান থেকে হাত-পা বাঁধা আবদুল হামিদ (২৫) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল হামিদ বেতাগি ইউনিয়নের গুনগুনিয়া মাঝারপাড়া এলাকার আহমদ ছাফার ছেলে। হামিদ ফেরি করে বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করত। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, হামিদকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কোনো একসময় পিঠিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। দোকানের মালিক অপুকে পুলিশ খুঁজে পায়নি। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























