অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভেলায় চড়ে গত ১০ দিনে এক হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এ ঘটনায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার জেনেভার প্যালাইস ডেস নেশনস -এ ইউএনএইচসিআর’র মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার সংবাদ সম্মেলনে বলেন, নৌকা না পেয়ে রোহিঙ্গারা বাঁশ, জেরিকেনসহ নানা উপাদান দিয়ে ভেলা বানিয়ে নাফ নদী পাড়ি দিচ্ছে।
তিনি বলেন, ‘গত ২৪ আগস্ট সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত নৌকা ডুবে দুই হাজারের বেশি রোহিঙ্গার মৃত্যুর কথা জানা গেছে। নতুন করে সহিংসতা শুরুর পর বাংলাদেশে এ পর্যন্ত ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
স্পিন্ডলার বলেন, যথেষ্ট সহায়তা ও সেবা দেওয়া সত্ত্বেও ক্যাম্প ও অস্থায়ী শিবিরের বসবাসের পরিস্থিতি খারাপ হওয়ায় সেখানে সহিংসতা, স্বাস্থ্য,স্যানিটেশন ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























