অাকাশ জাতীয় ডেস্ক:
স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি। তিনি বলেন, ভূমির উপর নারীদের শতভাগ অধিকার নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী কাচারিপাড়ায় পৌর ভূমি অফিস ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, প্রত্যেক মানুষের সম্পর্ক ভূমির সঙ্গে। ভুমি সেবার মধ্যে অনেক দুর্নীতির গন্ধ অনেক আগে থেকেই রয়েছে। সব বাধাকে অতিক্রম করে আমরা কাজ করে যাচ্ছি। ৩৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সুন্দর ভূমি ভবন নির্মিত হচ্ছে। তিনি বলেন, সুন্দর ভবনে দুর্নীতিমুক্ত সুন্দর পরিবেশ গড়তে হবে।
মন্ত্রী অারোও বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে বর্তমানে ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, স্যাটেলমেন্ট অফিস সর্বত্র অনলাইন ভূমি সেবা পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ভূমিতে নারীদের অধিকার শতভাগ নিশ্চিত করা হবে।
পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। যার নির্মাণ ব্যয় হবে ৩৩ লাখ ৬০ হাজার টাকা। পরে দুপুরে সাহাপুর স্কুল মোড় (আরএইচডি) হতে আওতাপাড়া ইউএনআর ভায়া আলহাজ সানাউল্লাহ জিপিএস রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব শাহীন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবীর বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 



















