অাকাশ জাতীয় ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলে দেশ রক্তাক্ত প্রান্তরে পরিণত হবে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনএফ আয়োজিত ‘মহান স্বাধীনতা য্দ্ধু : মওলানা ভাসানীর অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ।
রাশেদ খান মেনন বলেন, আগামী নির্বাচনে এ অপশক্তি ক্ষমতায় এলে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। বাংলাদেশ উন্নতি, প্রগতি ও সমৃদ্ধি থেকে পিছিয়ে পড়বে।
এ সময় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আবারও সাম্প্রদায়িক, ঘৃণা, বিভেদ, আর বিভাজনের বিষবাষ্প ছড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি সব রাগ-ক্ষোভ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















