অাকাশ জাতীয় ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নাটোরে অবস্থিত উত্তরা গণভবন-এর উন্নয়নে খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার। বুধবার দুপুরে উত্তরা গণভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ঐতিহ্যবাহী উত্তরা গণভবনকে আরো বেশি পর্যটক আকর্ষণীয় করে গড়ে তোলা’।
মন্ত্রী বলেন, ‘উত্তরা গণভবনের সংরক্ষিত অংশ ছাড়া এর সকল এলাকা দর্শণার্থীদের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে। এ বছর জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে’। উন্নয়নের আরো পরিকল্পনা গ্রহণ করে তার প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য তিনি জেলা প্রশাসনকে নির্দেশনা দেন।
এ সময় ফজলে হোসেন বাদশা এমপি, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।
উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফজলে হোসেন বাদশা এমপি, লোকমান হোসেন বাদল, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আল মামুন সরকার প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















