ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নাসীরুদ্দীনের ক্রমাগত মিথ্যাচার ভাইরাল হওয়ার কৌশল: মাহদী আমিন আমাদের ব্যবহার করতে চেয়েছিল, বের হয়েছি ইসলামের কল্যাণে: রেজাউল করীম ‘যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা বেঈমান’:আজহারুল ইসলাম ১২ ফেব্রুয়ারি রাজনীতির চেহারা পাল্টে দিতে পারে: রুমিন ফারহানা তারেক রহমানের ওপর বিশ্বাসে করে দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ ঠকবে না: পার্থ নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: ইসি আনোয়ারুল রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম একটি দল ‘স্বৈরাচারী ভাষায়’ বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে: তারেক রহমান নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে: আইজিপি

রংপুরের হামলা যড়যন্ত্রমূলক: সংস্কৃতিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বুধবার দুপুরে মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

রাজবাড়ীর ‘মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রকে’ দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে মীরের সমাধি প্রাঙ্গনে অবস্থিত ‘মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে’ ওই সভার আয়োজন করা হয়।

মন্ত্রী আরও বলেন, মীর মশাররফ হোসেনের জীবনকর্ম ও বাংলা সাহিত্যে তার যে অবস্থান তা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমরা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তাকে নিয়ে গর্ব করি। কারণ বাংলাদেশে এমন একটা সময় ছিলো, যখন এমন একটা বাড়ি খুঁজে পাওয়া যেতো না যে বাড়িতে বিষাধ সিন্ধু গ্রন্থটি ছিলো না।

রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার বিষয়ে মন্ত্রী বলেন, বিদেশী নাগরিক রোহিঙ্গাদের আমরা দু’হাত বাড়িয়ে আলিঙ্গন করে আশ্রয় দিচ্ছি। তাদেরকে মানবিক সহায়তা দিচ্ছি। সেই রকম একটি সময়ে কিছু কিছু মহল থেকে যাদের সঙ্গে আমরা হাজার বছর ধরে বসবাস করছি তাদের উপরে হামলা হচ্ছে।

এটা উদ্দেশ্যপ্রণোদিত ও যড়যন্ত্র মূলক। দেশে অস্থিরতা অরাজকতা সৃষ্টি করতে, বিশেষ করে সামনের জাতীয় সংসদ নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই এ ধরণের কর্মকান্ড গুলো ঘটাচ্ছে। বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন- বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. একেএম আজাদুর রহমান, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। প্রবন্ধকার হিসেবে ছিলেন- নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল ও আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট অধ্যাপক ড. এ.এম মাসুদুজ্জামান।

বিকালে জন্মবার্ষিকীর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফকীর আবদুর রশিদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা। আলোচক হিসেবে ছিলেন- বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী ও বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা।

পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু হওয়া উচিত, এতেই সবার মঙ্গল: মান্না

রংপুরের হামলা যড়যন্ত্রমূলক: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বুধবার দুপুরে মীর মশাররফ হোসেনের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

রাজবাড়ীর ‘মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রকে’ দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে মীরের সমাধি প্রাঙ্গনে অবস্থিত ‘মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে’ ওই সভার আয়োজন করা হয়।

মন্ত্রী আরও বলেন, মীর মশাররফ হোসেনের জীবনকর্ম ও বাংলা সাহিত্যে তার যে অবস্থান তা ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমরা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তাকে নিয়ে গর্ব করি। কারণ বাংলাদেশে এমন একটা সময় ছিলো, যখন এমন একটা বাড়ি খুঁজে পাওয়া যেতো না যে বাড়িতে বিষাধ সিন্ধু গ্রন্থটি ছিলো না।

রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার বিষয়ে মন্ত্রী বলেন, বিদেশী নাগরিক রোহিঙ্গাদের আমরা দু’হাত বাড়িয়ে আলিঙ্গন করে আশ্রয় দিচ্ছি। তাদেরকে মানবিক সহায়তা দিচ্ছি। সেই রকম একটি সময়ে কিছু কিছু মহল থেকে যাদের সঙ্গে আমরা হাজার বছর ধরে বসবাস করছি তাদের উপরে হামলা হচ্ছে।

এটা উদ্দেশ্যপ্রণোদিত ও যড়যন্ত্র মূলক। দেশে অস্থিরতা অরাজকতা সৃষ্টি করতে, বিশেষ করে সামনের জাতীয় সংসদ নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারাই এ ধরণের কর্মকান্ড গুলো ঘটাচ্ছে। বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন- বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, রাজবাড়ীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. একেএম আজাদুর রহমান, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। প্রবন্ধকার হিসেবে ছিলেন- নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল ও আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট অধ্যাপক ড. এ.এম মাসুদুজ্জামান।

বিকালে জন্মবার্ষিকীর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফকীর আবদুর রশিদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম রেজা। আলোচক হিসেবে ছিলেন- বালিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী ও বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা।

পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিরা।