অাকাশ জাতীয় ডেস্ক:
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি স্বেচ্ছায় অংশগ্রহণ না করলে সরকার কোনো ধরনের আহ্বান জানাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কৃষকলীগের সমাবেশে এ মন্তব্য করেন তারা। এসময় তারা আরো বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো ধরণের সংলাপেরও সম্ভাবনা নেই।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা (বিএনপি) ঠিকই নির্বাচনে আসবে কিন্তু অহেতুক বিভিন্ন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ নির্বাচনে না আসলে ডেকে আনা হবে ন।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।
আকাশ নিউজ ডেস্ক 



















