অাকাশ জাতীয় ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন করা সম্ভব। এ লক্ষ্যেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) অবদান রেখে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণে কাজ করছে।
বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ওআইসি’র অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ৩১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেক মুসলিম জ্ঞানী-বিজ্ঞানী বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। গৌরবময় সেই ইসলামী উম্মাহ আমরা বহন করে চলেছি। তরুণ শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবর্তনশীল জ্ঞান-বিজ্ঞান অনুশীলন করে গৌরবময় মুসলিম উম্মাহকে আগামীতে আরো এগিয়ে নিতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো এই প্রতিষ্ঠানে মেয়েদের লেখাপড়ার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়েদের থাকার ব্যবস্থার জন্যও সরকার অর্থ বরাদ্দ দিয়েছে। আপাতত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করেছেন’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউটি’র উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর। ওআইসির মহাসচিব ও আইইউটির আচার্য ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন এর বাণী পাঠ করেন আইইউটির টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক চি কুম ক্লেমেন।
এছাড়া বক্তব্য রাখেন আইইউটির গভর্নিং বডির চেয়ারম্যান ড. মোহাম্মাদ সাঈদ আলালাম আলজাহানী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধান অথিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছালে আইইউটির উপাচার্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা তাকে স্বাগত জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















